পিও অচেনা অতিথি।
প্রথমে সালাম নিবেন! আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালই আছেন।
পেইজে দেখলাম প্রায় সবার ইচ্ছে পূরণ করছেন চিঠি দিয়ে। কতজনের মন খারাপ চিঠি পায় নি বলে! তাদের চিঠি দিয়ে মন ভাল করে দিয়েছেন। তাই চিন্তা করলাম আপনি ও একটা চিঠি ডিজার্ব করেন।
আমি মনে করি এটা ও একটা মহৎ কাজের সমতুল্য। আর সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইলো শুভ কামনা। জীবন ভরে উঠুক হাসি, আনন্দে।
সব সময় ভাল থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ
ইতি ~ অপরিচিত কেউ
