আর রইলো সুতপা! ওপরে গিয়ে তাকে কি জবাব দেবে সনাতন? সে বলবে না যে মা মরতে একটা মাসও মেয়েটাকে নিজের কাছে রাখতে পারলে না? দিয়ে এলে আমার বাপের বাড়ি? তখন? কি জবাব দেবে সনাতন?
তাছাড়া আরও একটা ব্যপার আছে। ওদের অবস্থা সনাতনের চেয়েও খারাপ। সুতপার পরে আরও দুটি মেয়ে আছে তিনকড়ির। পয়সার অভাবে তাদের পাত্রস্থ করা যাচ্ছেনা। চলুন শুরু করি "অলকানন্দার অন্তর্ধান"
tamimahmod123
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?