গল্প: "আশার আলো"
ছোট্ট একটি গ্রামে থাকত রাহিম নামের এক দরিদ্র ছেলে। বাবা-মা নেই, আত্মীয়স্বজনও কেউ খোঁজ নিত না। গ্রামের মসজিদের ইমামের সহায়তায় কোনো রকমে বেঁচে থাকত সে।
রাহিমের ইচ্ছা ছিল সে বড় হয়ে একজন হাফেজে কোরআন হবে। কিন্তু পেটে খাবার না থাকলে মনোযোগ কোথায়! তবুও সে হাল ছাড়ত না। প্রতিদিন মসজিদে গিয়ে ইমামের কাছে এক রুকু করে মুখস্থ করত।
একদিন গ্রামের এক বড়লোক রাহিমকে দেখে বলল,
— “এই গরীবের ছেলেটা হাফেজ হবে? অসম্ভব!”
রাহিম কিছু বলল না। শুধু মনে মনে বলল,
— “আমি পারব, কারণ আমার সঙ্গে আছে আল্লাহর সাহায্য।”
দিন, সপ্তাহ, মাস করে কেটে গেল। কয়েক বছর পর রাহিম পুরো কোরআন মুখস্থ করে ফেলল। গ্রামের মানুষ তখন তাকে “হাফেজ সাহেব” বলে সম্বোধন করত। সেই বড়লোক এসে একদিন তার পায়ে হাত দিয়ে বলল,
— “মাফ করিস বাবা, তুই প্রমাণ করে দিয়েছিস, ইচ্ছা আর সাহস থাকলে সব সম্ভব।”
রাহিম তখন মুচকি হেসে বলল,
— “আল্লাহর উপর ভরসা ছিল, আর সে-ই তো যথেষ্ট।”