যে নারী অসম্ভব ভাবে ভালোবাসতে পারে; সে নারী ঘৃণাও করতে জানে। যে নারী রাগ করে বারবার হারিয়ে গিয়েও ফিরে আসতে পারে; সে নারী প্রচন্ড অভিমানে চিরতরে হারিয়ে যেতেও পারে। যে নারী অল্পতেই কেঁদে ফেলে; সে নারী প্রচন্ড আঘাতেও ঠাই দাঁড়িয়ে থাকতে পারে। যে নারী বারবার অবহেলিত হচ্ছে; সে নারী অবহেলা করতেও জানে নারীকে এতোটা তুচ্ছ, অকিচিৎ, নিষ্ফলা ভেবো না