যদি থাকতে তুমি বাঁচতে আমার লাগতো না কঠিন।
যদি থাকতে তুমি☺️
যদি থাকতে তুমি কাঁটতো আমার দিনগুলো রঙিন যদি থাকতে তুমি🥰
যদি থাকতে তুমি সামনে তোমার এনে দিতাম শুধু যা যা চাইতে তুমি
তুমি বলার আগেই বুঝতাম আমি,
যখন মন খারাপ করে থাকতে তুমি😔
এমন হবে কোনদিন আমি আগে ভাবিনি
আমায় ছেড়ে বাঁচবো না আজ হে কেন ভিলিন
