ব্রাজিলের আদালত সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজকে বহিষ্কার করেছে। এডনাল্ডোকে বহিষ্কার করে আদালত জানিয়েছে যত দ্রুত সম্ভব সিবিএফ এর প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচন করা হবে।
যেহেতু আনচেলোত্তির সাথে অফিশিয়ালি ডিল হয়ে গেছে সুতরাং আনচেলোত্তির ডিলে কোনোরকম প্রভাব পড়বে বলে মনে হয় না। তবে এবার তদন্ত শুরু করবে ফিফা৷ যদি প্রমাণিত হয় যে, রাজনৈতিক কারণে এডনাল্ডোকে বহিষ্কার করা হয়েছে তাহলে দীর্ঘদিনের জন্য ব্রাজিলকে নিষিদ্ধ করবে ফিফা। যার ফলে বিশ্বকাপ থেকেও বহিষ্কার হতে পারে ব্রাজিল।🇧🇷🥲 #
Beğen
Yorum Yap
Paylaş