14 di ·Menerjemahkan

শিরোনাম: “ছায়াপথের ডাক” (পর্ব -১)


রাত্রি তখন গভীর। শিউলি গ্রামের শেষ প্রান্তে, পুরনো বনবাড়িটার ভেতর হঠাৎ আলো জ্বলে উঠল—যদিও বাড়িটা ২০ বছর ধরে পরিত্যক্ত।
স্থানীয়রা বলে, সেখানে একটা কিশোরী একদিন হঠাৎ হারিয়ে গিয়েছিল। তার নাম ছিল রুমা। আর তারপর থেকেই বাড়িটা বন্ধ।

কিন্তু সেই রাতে, তরুণ গবেষক রুদ্র এসে ঢুকল সেই বনবাড়িতে। তার হাতে পুরনো এক চিঠি, যেটাতে লেখা:
“রুমা এখনো বেঁচে আছে, অন্য এক ছায়াপথে। খোঁজ পেলে ফিরে আসবে।”

রুদ্রের চোখ পড়ল, বাড়ির এক কোণে ধুলোমাখা আয়নায় কিছু খোদাই করা—
“চাঁদের আলোয়, মাঝরাতে, ছায়াপথ খুলবে।”

সে ঠিক করল অপেক্ষা করবে। রাত ১২টা ১ মিনিটে হঠাৎ আয়নাটা কেঁপে উঠল, তারপর ধোঁয়ার মতো সরে গিয়ে এক অদ্ভুত আলোয় ভরা করিডোর দেখা গেল। ভিতর থেকে এক মৃদু কণ্ঠ এল—
“রুদ্র, তুমি কি আমায় দেখতে পাবে?”

তার পায়ের নিচে মাটি যেন কাঁপছিল। ভয় আর কৌতূহলের মাঝখানে দাঁড়িয়ে সে এক পা বাড়াল সেই ছায়াপথের দিকে...

8 jam ·Menerjemahkan
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
11 jam ·Menerjemahkan

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

11 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

11 jam ·Menerjemahkan

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

11 jam ·Menerjemahkan

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।