##” অবশ্যই বিয়ে করো। যদি একজন ভালো জীবনসঙ্গী পাও, তুমি সুখী হবে। আর যদি উল্টোটা হয়, তুমি হবে একজন দার্শনিক।”
– সক্রেটিসএকবার পরীক্ষায় প্রশ্ন আসলো চ্যালেঞ্জ কী? আবুল ভাই পুরা খাতা খালি রাইখা শেষ পাতায় লিখলেন, পারলে আমারে পাস করাইয়া দেখা!! এটাকে বলে চ্যালেঞ্জ!!