আদনান প্রতিদিন গুনাহ করত, কিন্তু এক রাতে কোরআনের এই আয়াত পড়ল: “আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।” চোখে জল চলে এলো। সেজদায় গিয়ে কান্নায় ভেঙে পড়ল। সে জানত, এখনও দেরি হয়নি। সেই রাত থেকে শুরু হলো তার নতুন জীবন।