অতিথি – পর্ব ২
অনিরুদ্ধ গভীর নিঃশ্বাস ফেললেন। এমন কিছু যে ঘটবে, তিনি ভাবেননি। তবুও তিনি নিজের মনে সাহস রাখার চেষ্টা করলেন—এত দিন শহরের ব্যস্ততায় থেকেছেন, মন যেন একটু বেশিই সংবেদনশীল হয়ে উঠেছে।
তৃতীয় রাতে, তিনি সিদ্ধান্ত নিলেন—সব বাতি নিভিয়ে, চুপচাপ বিছানায় বসে থাকবেন। জানলার পর্দা সরিয়ে রেখে তাকিয়ে থাকবেন দরজার দিকে। যদি কিছু ঘটে, তবে এবার তিনি প্রস্তুত থাকবেন।
ঠিক রাত ২:১৩ মিনিট। বাতাস হঠাৎ যেন থেমে গেল। ঘড়ির কাঁটা শব্দ করছিল, টিক... টিক...। তারপর আবার সেই পায়ের শব্দ—ধুপ... ধুপ... ধুপ...
সিঁড়ির নিচ থেকে যেন কেউ ধীরে ধীরে উঠে আসছে। প্রতিটা ধাপ যেন ঠান্ডা একটা শ্বাস টেনে নিচ্ছে ঘর থেকে। শব্দটা দরজার সামনে এসে থেমে গেল।
তারপর?
দরজার নিচ দিয়ে দেখা গেল একজোড়া পায়ের ছায়া—উল্টো দিকে ঘোরা, স্থির। অনিরুদ্ধের শরীর জমে গেল। হঠাৎ দরজার কড়া ঘোরার মতো শব্দ, চিক... চিক... চিক...
আর ঠিক সেই মুহূর্তে দরজার ওপর থেকে একটা কর্কশ কণ্ঠ—"আমার ঘর... তুমি কেন?"
Xihab
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Ridoy miah
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟