মহাশূন্যের রহস্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞানীরা নিরন্তর কাজ করে যাচ্ছে একথা যেমন সত্য তেমনি পৃথিবীর উন্নত দেশগুলো এক প্রকার যুদ্ধেও শামিল হচ্ছে এই সব অভিযানের মাধ্যমে। মহাকাশে তারা আধিপত্য ধরে রাখতে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। একটি নভোযান তৈরি করতে কোটি কোটি বিলিয়ন ডলার ব্যয় করতে হয় কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটলে বিপুল টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রতিযোগিতামূলক অভিযানের ফলে বিভিন্ন দেশের মধ্যে বৈরীতার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া মহাকাশযান বিস্ফোরণের ফলে মহাশূন্যে আবর্জনা সৃষ্টি হচ্ছে।
Ridoy miah
删除评论
您确定要删除此评论吗?