অতিথি: ফিরে আসা
পর্ব ২ – ছায়া ভেতরে ঢোকে
অনিরুদ্ধ জানালার কাছে দৌড়ে গিয়ে তাকালেন—কেউ নেই। কিন্তু জানালার কাচের গায়ে এখনো ভেজা ভেজা হাতের ছাপ, যেন কেউ বাইরে থেকে স্পর্শ করেছে।
তিনি দরজা বন্ধ করতে গিয়ে থমকে গেলেন—দরজার গায়ে আগে যেটা লেখা ছিল,
“এইবার আমিই অতিথি…”
তা যেন মুছে গিয়ে এখন লেখা হচ্ছে নিজে থেকেই:
“তুমি প্রতিশ্রুতি ভেঙেছ…”
অনিরুদ্ধ মনে পড়ালেন—তিনি শেষ রাতে সুচিত্রার আত্মাকে শান্তি পাওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই ঘর বিক্রি করে দিয়েছেন এক নির্মাণ কোম্পানিকে, যারা সেখানে বিল্ডিং বানাবে।
হয়তো এই "অতিথি" এখন শুধু ঘরের নয়—জীবনের।
হঠাৎ বাথরুম থেকে জলের কল চলার শব্দ শুরু হলো। অথচ সব কিছু বন্ধ ছিল। তিনি ধীরে ধীরে দরজার কাছে গেলেন, আলো জ্বালালেন—তবুও অন্ধকার ঘন হয়ে এল।
আইনার সামনে একটা কুয়াশাভেজা বার্তা লেখা:
"আমি এখন আয়নাতেও নেই... তোমার ভেতরে আছি।"
হঠাৎ করেই তার শরীর ভারী লাগতে শুরু করল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নিজের চোখে তাকিয়ে তিনি দেখলেন, pupils–এর গভীরে যেন কেউ তাকিয়ে আছে… কেউ, যাকে তিনি ভুলে গিয়েছিলেন।
#sifat10
Ridoy miah
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?
hanif ahmed Romeo
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?