অতিথি: ফিরে আসা
পর্ব ২ – ছায়া ভেতরে ঢোকে

অনিরুদ্ধ জানালার কাছে দৌড়ে গিয়ে তাকালেন—কেউ নেই। কিন্তু জানালার কাচের গায়ে এখনো ভেজা ভেজা হাতের ছাপ, যেন কেউ বাইরে থেকে স্পর্শ করেছে।

তিনি দরজা বন্ধ করতে গিয়ে থমকে গেলেন—দরজার গায়ে আগে যেটা লেখা ছিল,
“এইবার আমিই অতিথি…”
তা যেন মুছে গিয়ে এখন লেখা হচ্ছে নিজে থেকেই:
“তুমি প্রতিশ্রুতি ভেঙেছ…”

অনিরুদ্ধ মনে পড়ালেন—তিনি শেষ রাতে সুচিত্রার আত্মাকে শান্তি পাওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই ঘর বিক্রি করে দিয়েছেন এক নির্মাণ কোম্পানিকে, যারা সেখানে বিল্ডিং বানাবে।

হয়তো এই "অতিথি" এখন শুধু ঘরের নয়—জীবনের।

হঠাৎ বাথরুম থেকে জলের কল চলার শব্দ শুরু হলো। অথচ সব কিছু বন্ধ ছিল। তিনি ধীরে ধীরে দরজার কাছে গেলেন, আলো জ্বালালেন—তবুও অন্ধকার ঘন হয়ে এল।

আইনার সামনে একটা কুয়াশাভেজা বার্তা লেখা:
"আমি এখন আয়নাতেও নেই... তোমার ভেতরে আছি।"

হঠাৎ করেই তার শরীর ভারী লাগতে শুরু করল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। নিজের চোখে তাকিয়ে তিনি দেখলেন, pupils–এর গভীরে যেন কেউ তাকিয়ে আছে… কেউ, যাকে তিনি ভুলে গিয়েছিলেন।


#sifat10

31 m ·Dịch

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
32 m ·Dịch

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
33 m ·Dịch

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
33 m ·Dịch

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image