অন্তঃস্থ
পর্ব ২ – কাঁপা আয়না
নির্মল রাতভর অস্থির ছিল। বারবার মনে হচ্ছিল, আয়নার পেছন থেকে কেউ তাকিয়ে আছে। তবে আয়নায় কোনো মুখ দেখা যায় না—শুধু হালকা কুয়াশা, আর মাঝে মাঝে ধোঁয়াটে হাতের ছায়া।
সকালে সে ফ্ল্যাট ম্যানেজারের কাছে গিয়েও বলল,
— "এই আয়নাটা বদলে দিতে পারবেন?"
ফ্ল্যাট ম্যানেজার একটু চুপ থেকে বলল,
— "ওটা তো অনেক পুরনো। কিন্তু সাবধান, অনেকেই এই ঘর ১৩৪বি থেকে চলে গেছেন। কেউ কাউকে বলেনি কেন। শুধু একটাই কথা শুনেছি—‘ঘর থেকে বেরোতে গেলে, তোমাকে তার সম্মুখীন হতে হবে।’"
রাত যখন নেমে এল, নির্মল জানল কেবল ‘কেউ’ থাকার কথা নয়, সে আসলে ওই ঘরটার একটা অংশ—একটি অস্তিত্ব। আর সেই অস্তিত্ব ভীষণ একাকী।
আবার রাত ৩:০৭। ঘড়ির কাঁটা থেমে গেল। সে আবার শুনল ফিসফিস,
“দরজা খোলো না...”
কিন্তু এবার, দরজার নিচ থেকে এক গা ছমছমে গন্ধ ছড়ালো—যেন কোনো পুরনো দেহের গন্ধ।
নির্মল বুঝতে পারল, সময় এসেছে মুখোমুখি হবার।
#sifat10
Ridoy miah
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?