নষ্ট স্মৃতি
পর্ব ১ – হারানো
রিয়ান, ২৮ বছর বয়সী একজন সফটওয়্যার ডেভেলপার, হঠাৎ একদিন উঠে দেখে নিজের ঘরের কোন জায়গায় থাকা স্মৃতি ভুলে গেছেন। নাম, পরিবার, পুরনো বন্ধুরা—সব কিছু যেন কেমন মলিন হয়ে গেছে।
কিন্তু একটা জিনিস স্পষ্ট—তার ঘরে একটা পুরনো ছবি যা সে মনে করতে পারে না।
ছবিতে তিনজন লোক: একজন মেয়ে, একজন ছেলে আর এক বৃদ্ধ মানুষ। মেয়ে আর ছেলে যেন খুব কাছের, কিন্তু বৃদ্ধের চোখে অদ্ভুত এক ভয় লুকিয়ে আছে।
রিয়ান ছবি নিয়ে ভাবতে থাকলেন, হঠাৎ একটা নোট এর পিছনে আবিষ্কার করলেন—“সত্যি জানতে চাও? ফিরে এসো সেই রাতের কাছে।”
রাত ১১টা বাজে। ঘড়ির কাঁটা ১১:০০-এ এসে থেমে যায়।
রিয়ানের মস্তিষ্কে হঠাৎ ভেসে উঠে অন্ধকারের ভেতর থেকে ফিসফিসের মতো গলার আওয়াজ,
“আমাদের ভুলে যাবে না… না কি?”
#sifat10
Ridoy miah
Delete Comment
Are you sure that you want to delete this comment ?