13 w ·Translate

নষ্ট স্মৃতি
পর্ব ১ – হারানো

রিয়ান, ২৮ বছর বয়সী একজন সফটওয়্যার ডেভেলপার, হঠাৎ একদিন উঠে দেখে নিজের ঘরের কোন জায়গায় থাকা স্মৃতি ভুলে গেছেন। নাম, পরিবার, পুরনো বন্ধুরা—সব কিছু যেন কেমন মলিন হয়ে গেছে।

কিন্তু একটা জিনিস স্পষ্ট—তার ঘরে একটা পুরনো ছবি যা সে মনে করতে পারে না।

ছবিতে তিনজন লোক: একজন মেয়ে, একজন ছেলে আর এক বৃদ্ধ মানুষ। মেয়ে আর ছেলে যেন খুব কাছের, কিন্তু বৃদ্ধের চোখে অদ্ভুত এক ভয় লুকিয়ে আছে।

রিয়ান ছবি নিয়ে ভাবতে থাকলেন, হঠাৎ একটা নোট এর পিছনে আবিষ্কার করলেন—“সত্যি জানতে চাও? ফিরে এসো সেই রাতের কাছে।”

রাত ১১টা বাজে। ঘড়ির কাঁটা ১১:০০-এ এসে থেমে যায়।

রিয়ানের মস্তিষ্কে হঠাৎ ভেসে উঠে অন্ধকারের ভেতর থেকে ফিসফিসের মতো গলার আওয়াজ,
“আমাদের ভুলে যাবে না… না কি?”

#sifat10

✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 hrs ·Translate

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 hrs ·Translate

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

8 hrs ·Translate

লজ্জাপতি গাছের মূল শুকিয়ে গুঁড়ো করে নিয়মিত সেবন করলে রক্ত পরিষ্কার হয় এবং শরীরের ভেতরের বিষাক্ত উপাদান দূর হয়। এটি যকৃত পরিষ্কার করতেও সাহায্য করে। এছাড়া, লজ্জাপতির পাতার রস আমাশয়, পাতলা পায়খানা ও পেটের পীড়ায় খুবই কার্যকর। দিনে দুইবার এক চামচ পাতার রস খেলে উপকার পাওয়া যায়।