নষ্ট স্মৃতি
পর্ব ৫ – সত্যির মুখোমুখি
রিয়ান দীর্ঘ নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করল। সে জানত এই যাত্রার শেষ কোথায় যাবে—সত্যির মুখোমুখি হতে হবে।
ফোনে এসেছে আরেকটা বার্তা—
“ঘর ৭৭, সেই রাতের সব জানা যাবে। ঢুকো, আর নিজের স্মৃতি ফিরে পাও।”
রাতের অন্ধকারে রিয়ান এক এক করে বাড়ির নম্বর গুণতে গিয়ে পৌছালো ৭৭ নম্বর ফ্ল্যাটে। দরজা ধীরে ধীরে খুলল, ভিতরে প্রবেশ করতেই ঠান্ডা বাতাসে ভরপুর সেই ঘর। ঘরের কোণে রাখা এক পুরনো ছবি ধরা দিল—তিনজন, সেই মেয়ে, বৃদ্ধ আর সে নিজেই।
একটা ক্ষণস্থায়ী ফ্ল্যাশব্যাকে সে দেখল—সেই রাতের ঘটনা।
মেয়েটি অসুস্থ ছিল, বৃদ্ধ তাকে ধরে রেখেছিল। আর রিয়ান ছিল সেদিন ভয়ঙ্কর একটা ভুল সিদ্ধান্তের মধ্যে।
হঠাৎ ঘরের বাতাসে ফিসফিসে ভেসে এলো—
“সত্যি কখনো লুকানো যায় না, শুধু মুখোমুখি হতে হয়।”
রিয়ান বুঝতে পারল, তার হারানো স্মৃতির ব্যথার কারণ আর তার মুক্তির চাবিকাঠি—এখন সব কিছু স্পষ্ট। সে নিজের ভুল গুলো মেনে নিয়ে মুক্তির পথে হাঁটতে পারবে কিনা, সেটাই এখন মূল প্রশ্ন।
#sifat10
Ridoy miah
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?