নদীর বুকে যখন আকাশের প্রতিবিম্ব পড়ে, তখন যেন নিজের সব না বলা কথাগুলো সেই প্রতিচ্ছবিতে হারিয়ে যায়।
🌊 ২
নীল আকাশ হয়তো নদীর প্রথম প্রেম, তাই সে প্রতিটি ঢেউয়ে আকাশকে আঁকড়ে ধরে রাখে।
🌊 ৩
নদী যখন পাহাড়কে ছুঁয়ে বয়ে চলে, তখন পাহাড়ও হয়তো কিছুক্ষণের জন্য প্রাণ ফিরে পায়।
🌊 ৪
নদীর স্রোতের নরম শব্দ যেন শরীর-মন ছুঁয়ে যাওয়া এক স্বপ্নের সুর।
🌊 ৫
আল্লাহ তায়ালা নদী ও পর্বত সৃষ্টি করেছেন, যেন চোখ ও আত্মা দুটোই শান্তি খুঁজে পায়।
🌊 ৬
নদী প্রেমের গল্প বলে, পাহাড় বলে নিরব কষ্টের কথা।
पसंद करना
टिप्पणी
शेयर करना
Xihab
टिप्पणी हटाएं
क्या आप वाकई इस टिप्पणी को हटाना चाहते हैं?