Xihab  
13 که در ·ترجمه کردن

আকাশ হয়তো নদীর প্রথম প্রেম, তাই সে প্রতিটি ঢেউয়ে আকাশকে আঁকড়ে ধরে রাখে।

🌊 ৩
নদী যখন পাহাড়কে ছুঁয়ে বয়ে চলে, তখন পাহাড়ও হয়তো কিছুক্ষণের জন্য প্রাণ ফিরে পায়।

🌊 ৪
নদীর স্রোতের নরম শব্দ যেন শরীর-মন ছুঁয়ে যাওয়া এক স্বপ্নের সুর।

🌊 ৫
আল্লাহ তায়ালা নদী ও পর্বত সৃষ্টি করেছেন, যেন চোখ ও আত্মা দুটোই শান্তি খুঁজে পায়।

🌊 ৬
নদী প্রেমের গল্প বলে, পাহাড় বলে নিরব কষ্টের কথা।

🌊 ৭
প্রবাহমান নদীর জলে লেখা থাকে অতীতের অপার বেদনার গল্প।

🌊 ৮
নদীর ধারার মধ্যেই লুকিয়ে থাকে তার হাজার বছরের যাত্রার ইতিহাস।

🌊 ৯
যেখানেই নদী থামে, সেখানেই রচিত হয় তার আত্মার এক গভীর অধ্যায়।

🌊 ১০
জীবনের সুন্দরতম মুহূর্তগুলো নদীর দু’কুল ঘেঁষেই যেন জন্ম নেয়।

🌊 ১১
আকাশের নীচে দাঁড়িয়ে নদী যেন এক দীর্ঘশ্বাসে তার কষ্টের গল্প বলে।

🌊 ১২
নদীর মাঝখানে যতই দামি পাথর থাকুক, মাঝপথে থেমে যাওয়া নদী কখনোই মূল্যবান নয়।

13 ساعت ·ترجمه کردن

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

13 ساعت ·ترجمه کردن

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

13 ساعت ·ترجمه کردن

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।

13 ساعت ·ترجمه کردن

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

13 ساعت ·ترجمه کردن

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।