গল্পের নাম: "শূন্য থেকে অসীম"
পর্ব ১: শূন্যের শুরু
শূন্য, এক অজানা শব্দ ছিলো তার জীবনে। এমনকি সে নিজেকে খুঁজে পেতো না, তার জীবন যেনো ছিলো একগাদা ফাঁকা কাগজের মতো। ছোট্ট শহরের এক কোণে, সীমান্তের ধারে, সে বড় হচ্ছিলো—না বুঝেই নিজের অস্তিত্বকে। তার নাম রাহুল। রাহুলের জীবনে ছিলো শুধুই একটাই স্বপ্ন: নিজেকে প্রমাণ করার।
শূন্য থেকে শুরু করার ভয় ছিলো তার ভিতরে। স্কুলের প্রথম দিনে সে যখন অন্যদের থেকে পিছিয়ে পড়তো, তখন মনে হতো যেন তার ভিতরকার আলোর টুকরোও নিভে গেছে। পরিবার বড়সড় ছিলো না, বাবা-মা মিলে দুই ছেলে-মেয়ে নিয়ে গৃহকর্মীর কাজ করতেন, আর রাহুল পড়াশোনা করতো সরকারি স্কুলে। অনেকেই বলতো, সে বড় কিছু করতে পারবে না।
কিন্তু রাহুল জানতো, ভেতরে কোথাও একটা অদৃশ্য শক্তি আছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। ছোটবেলায় সে স্বপ্ন দেখতো—একদিন সে এমন কিছু করবে, যা সবাইকে অবাক করে দেবে। কিন্তু সেই স্বপ্ন ছিলো দূরের, অচেনা, অনিশ্চিত।
একদিন, স্কুল থেকে ফেরার পথে, রাহুল একটা পুরনো বইয়ের দোকানে ঢুকল। দোকানের ভিতরে পুরোনো বইয়ের গন্ধ আর ধুলোর স্তূপ ছিলো। হঠাৎ চোখে পড়ল এক কোণা থেকে “বিজ্ঞান ও প্রযুক্তি” নামের একটি বই। সে সেটা হাতে নিয়ে ঘরে নিয়ে গেলো।
বইটি পড়তে পড়তে রাহুল বুঝতে পারল, এখানে শূন্য থেকে শুরু করার গুরুত্ব কতটা বড়। শূন্য মানে শুধু কিছু না থাকা নয়, বরং নতুন কিছু শুরু করার জায়গা। আজকের শূন্য থেকে সে আগামীকালের অসীম শুরু করবে।
রাতের অন্ধকারে তার ছোট্ট ঘর আলোয় ভরে গেলো নতুন স্বপ্ন আর বিশ্বাসে। রাহুলের জীবনের শূন্য থেকে যাত্রা শুরু হলো।
#sifat10