13 在 ·翻译

গল্প: শূন্য থেকে শুরু
পর্ব ৮: উচ্চতায় পা রাখা

দেশের সর্বোচ্চ প্রযুক্তি উৎসবে রাহুল ও তার টিমের “অসীম” পণ‍্যের প্রদর্শনী হলো এক আলোড়ন। নানা প্রতিযোগীর মাঝেও তারা নিজেদের অনন্য আইডিয়া ও কঠোর পরিশ্রমের ফলে সবাইকে মুগ্ধ করল।

তবে, যাত্রাটা সহজ ছিল না। উত্সবে আগে থেকে পরিচিত দলগুলো ছিল আরেক ধাপ এগিয়ে, তাদের পেছনে ছিল বড় বড় প্রতিষ্ঠান ও বিশাল অর্থনৈতিক শক্তি। কিন্তু রাহুল জানতো, শক্তি আসে মনের বিশ্বাস ও একনিষ্ঠতা থেকে।

প্রতিযোগিতার শেষ দিনে, “অসীম” টিমের প্রজেক্ট কে সেরা পুরস্কার হিসেবে বেছে নেওয়া হলো। পুরস্কার ঘোষণার মুহূর্তে রাহুলের চোখে স্বপ্নের জল। সে বুঝতে পারল, শূন্য থেকে শুরু হওয়া যাত্রাটা আজ অসীম স্পর্শ করেছে।

পুরস্কার পাওয়ার পর, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও মিডিয়া তাদের কাজ নিয়ে আগ্রহী হয়ে উঠল। নতুন নতুন দরজা খুলে গেলো, আর রাহুলের জীবন বদলে গেলো চিরতরে।

কিন্তু এই সাফল্যের মাঝেও সে নিজের যাত্রা ভুলেনি। ছোট্ট সেই বইয়ের দোকান থেকে শুরু হওয়া স্বপ্ন আজ এক বাস্তবতায় রূপ নেয়েছিলো।

#sifat10

1 H ·翻译

Najsjsjsvskssmsg





কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 H ·翻译

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 H ·翻译

কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image
1 H ·翻译

Finalisina












কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

image

বাবুদের তাল-পুকুরে
হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া,
বলি থাম একটু দাড়া।

পুকুরের ঐ কাছে না
লিচুর এক গাছ আছে না
হোথা না আস্তে গিয়ে
য়্যাব্বড় কাস্তে নিয়ে
গাছে গো যেই চড়েছি
ছোট এক ডাল ধরেছি,

ও বাবা মড়াত করে
পড়েছি সরাত জোরে।
পড়বি পড় মালীর ঘাড়েই,
সে ছিল গাছের আড়েই।
ব্যাটা ভাই বড় নচ্ছার,
ধুমাধুম গোটা দুচ্চার
দিলে খুব কিল ও ঘুষি
একদম জোরসে ঠুসি।

আমিও বাগিয়ে থাপড়
দে হাওয়া চাপিয়ে কাপড়
লাফিয়ে ডিঙনু দেয়াল,
দেখি এক ভিটরে শেয়াল!
ও বাবা শেয়াল কোথা
ভেলোটা দাড়িয়ে হোথা
দেখে যেই আঁতকে ওঠা
কুকুরও জাড়লে ছোটা!
আমি কই কম্ম কাবার
কুকুরেই করবে সাবাড়!

‘বাবা গো মা গো’ বলে
পাঁচিলের ফোঁকল গলে
ঢুকি গিয়ে বোসদের ঘরে,
যেন প্রাণ আসলো ধড়ে!

যাব ফের? কান মলি ভাই,
চুরিতে আর যদি যাই!
তবে মোর নামই মিছা!
কুকুরের চামড়া খিঁচা
সেকি ভাই যায় রে ভুলা-
মালীর ঐ পিটুনিগুলা!
কি বলিস ফের হপ্তা!
তৌবা-নাক খপ্তা…!

======

image