গল্প: শূন্য থেকে শুরু
পর্ব ১০: আবার উঠে দাঁড়ানো
হতাশা ও ব্যর্থতার অন্ধকার কাটিয়ে ওঠার জন্য রাহুল সিদ্ধান্ত নিল নতুন ভাবে শুরু করার। সে জানত, শূন্য থেকে অসীমের যাত্রায় বাধা আসবেই, কিন্তু বাধার সামনে হাল ছেড়ে দেওয়া তার পথ নয়।
পরিবার আর বন্ধুদের উৎসাহ নিয়ে সে আবার তার কাজের দিকে মনোনিবেশ করল। নিজের ভুল থেকে শিখল, পরিকল্পনা আরও শক্তিশালী করল, এবং টিমের সঙ্গে সম্পর্ক মজবুত করল। কঠোর পরিশ্রম ও ধৈর্যের সঙ্গে নতুন প্রযুক্তি আয়ত্ত করল।
দিনে দিনে প্রকল্পের মান উন্নত হতে লাগল। তার টিমের সবাই আবার আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী হলো। রাহুল বুঝল, কঠিন সময়ই তাকে আরও দৃঢ় করে তুলেছে।
এক রাতে, একান্ত নিজের ঘরে বসে রাহুল ভাবল—‘শূন্য থেকে শুরু করেই তো আজকের আমি। এই পথ চলা কখনো থেমে থাকবে না।’
শূন্য থেকে অসীমের যাত্রা নতুন করে এগিয়ে চলল
#sifat10
Robin007
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?
mdalamingazi
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?