যেকোনো ভাষার মতোই বাংলা ভাষার বেড়ে ওঠার ইতিহাসও অনেক অনেক প্রাচীন। আজ হতে হাজার বছর পূর্বে আমাদের এই অতি আপন বাংলা ভাষায় লেখা কোন চিঠি দেখে হয়তো ভাষাটাই চিনতে পারবো না। বাংলা-অসমীয়া লিপি, অর্থাৎ যে লিপি ব্যবহার করে বাংলা, অসমীয়া, মণিপুরী সহ বিভিন্ন ভাষা লেখা হয়, তার বর্তমান এই রূপে আসতে গিয়ে পাড়ি দিতে হয়েছে দেশ-মহাদেশ, পার করতে হয়েছে শত শত বছর।
এই ভিডিওতে একটি বাংলা বর্ণের ক্রমবিকাশ দেখতে পাচ্ছি। ভিডিও শেষ হওয়ার আগে বলতে পারবেন কি এটা কোন বর্ণ?
Shefaliakter
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?