সাঁঝের ছায়া নামে ধীরে,
পাখিরা ফেরে নীড়ের তীরে।
কাস্তে হাতে চাষার গান,
মাটির মাঝে সোনার মান।
বটতলাতে গল্প শোনা,
পুরনো দিনের প্রাণের কোণা।
নদী বলে শত গল্প,
ভাটার টানে জীবন রপ্ত।
গ্রামের মেলা, রঙের ঢেউ,
আনন্দে ভরে উঠুক ঢেউ।
মাটির ঘ্রাণে, প্রেমের ছায়া,
বাংলার বুকেই স্বর্গের মায়া।
এই বাংলাই আমার তরণি,
ভাসিয়ে চলে স্বপ্ন-ধরণি।
#aface.com