প্রেম মানেই যাদের কাছে অর্থহীন বেকার জিনিস কি করে হবে তাদের মনের মিল?
ভুল বোঝাবুঝি থেকে শত্রুতা আর সেই শত্রুতা কি আদেও কোনোদিন ভালোবাসায় রূপান্তরিত হতে পারবে?নাকি শত্রুতার আড়ালে চাপা পরে যাবে মনের অনুভূতিগুলো?
জানতে হলে পড়তে হবে😉
__________________________________________
ইশানী মন দিয়ে নিজের বই এ পাতা ওলটাচ্ছে এদিকে যে প্রায় 50 বার ফোনের রিং বেজেছে সেদিকে কোনো হুশই নেই।
অবশেষে বইয়ের শেষ পাতা কমপ্লিট করে ফোনটা নিয়ে ঘড়ির দিকে তাকাতেই মাথায় হাত পরল ইশানী
--এইরে এবার আমাকে রুশা কাচা চিবিয়ে খাবে😖(ইশানী মনে মনে বলল)
বলেই ফোনে আবার একটা কল আসল আর সেটা ধরেই ইশানী বলে উঠল
--সরি সরি সরি আমি 5 মিনিটেই আসছি কলেজে দেখা হচ্ছে(বলে ইশানী ফোন কেটে দিয়েই দৌড় মারল বাথরুমে)
বাথরুম থেকে বেরিয়ে রেডি হয়ে পিঠে ব্যাগটা চাপিয়ে দিয়েই কোনোরকমে দৌড় মারল ইশানী
ভাগ্যিস টাইমে অটো পেয়ে গেছিল নাহলে আজ কলেজের প্রথম দিনেই লেট হতে হত।
কলেজে এসেই দেখল রুশা কলেজ গেটের বাইরে দাড়িয়ে আছে।
--তোর এত লেট হল কেন??কখন থেকে ওয়েট করছি জানিস🙄(রুসা)
--আরে সরি বাবা আমি আসলে ঐ একটা বই পড়ছিলাম তাই লেট হয়ে গেল 😁(ইশানী)
--হ্যাঁ হ্যাঁ তুই তো সারাদিনই পরতে থাকিস😶কি এত বইএ মুখ গুজে থাকিস🙄(রুশা)
--আরে তুই বুঝবি না চল ।এই বিহান কোথায়????(ইশানী)
--এই সত্যি তো বিহান কোথায়???(রুশা)
--মানে!!তুই আর বিহান তো একসাথেই এসেছিলি তাহলে ও কোথায় তুই জানিস না??!!!(ইশানী)
--আরে আমি তো বাইরে তোর জন্য অপেক্ষা করছিলাম আর ও ভিতরে আমাদের রুম নাম্বার খুজতে গেল তারপর আসেনি😖(রুশা)
--চল ভিতরে #everyone