13 di ·Menerjemahkan

হ্যালো তনময় আমি কখন থেকে রেজিস্ট্রি ম্যারেজ অফিসের সামনে দাঁড়িয়ে আছি । তুমি কখন আসবে ? আর তোমার ফোনটা কখন থেকে বেঁজে যাচ্ছে ধরছিলেনা কেন? তনিমা আমি আসতে পারবো না । ফোনের উপর থেকে তনময় বলল। তুমি আসতে পারবে না মানে! আজ আমাদের বিয়ে তনময়, আর তুমিই আসবেনা।কী বলছো কি?

—হ্যাঁ ঠিকই বলছি! আমি আসতে পারবো না।

আমার বাবা শর্ত দিয়েছে যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে বাবা বিষ খায়ে আত্মহত্যা করবে । তাই আমি তোমাকে বিয়ে করতে পারবোনা।



তনিমা বলল ......তনময় এটা আগে ভাবা উচিত ছিল তোমার। আজকের আমাদের বিয়ে আমি অলরেডি এখনে রেডি হয়ে দাঁড়িয়ে আছি রেজিস্ট্রি অফিসের সামনে তুমি আসবে না বলছো!

প্লিজ তনিমা বোঝার চেষ্টা করো আমি আসতে পারবো না I am vary sorry বলে তনময় ফোনটা কেটে দেয়। আর তনিমা ফোন কানে নিয়ে বোকার মতন দাঁড়িয়ে থাকে ম্যারেজ রেজিস্ট্রি অফিসের বাইরে। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর....একটা বেঞ্চির উপরে গিয়ে বসে মুখে হাত দিয়ে কাঁদতে লাগল।



এদিকে অভিজিৎ যাকে বিয়ে করবে বলে এসেছিল সেও বিয়ে করতে আসতে পারবে না জানিয়ে দিয়েছে। অভিজিতের দাদুর ভীষণ শরীর খারাপ আর অনার শেষ ইচ্ছা নাতির ঘরে বউকে দেখে যাবে। তাই দাদুর ইচ্ছার মান রাখতে একটা মেয়ে খুঁজছে বিয়ে করার জন্য। অভিজিৎ বড়লোক বাড়ির ছেলে তার সঙ্গে অনেক বডিগার্ড ও ছিল তাদের মধ্যে একজনকে অভিজিৎ বলল..... যত তাড়াতাড়ি সম্ভব আমার জন্য একটা পাত্রি জোগার করে আন । সে যেমনই দেখতে হও না কেনো তাকে বিয়ে করবো। মালিকের কথা অনুযায়ী সেই লোকটা একটা মেয়ে খোঁজার জন্য রেজিস্ট্রি অফিসের বাইরে এল আর দেখল একটা মেয়ে বেঞ্চির উপর বসে মুখে হাত দিয়ে কাঁদছে। লোকটা তার কাছে গিয়ে বলল.. আপনি কাঁদছেন কেন? তনিমা মুখ তুলে বলল আমার আজকে বিয়ে হওয়ার কথা ছিল আর আমার পাত্র আসেনি। আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করতে চায় না তাই। লোকটা বলল আমার স্যার আপনার সাথে কিছু কথা বলতে চাই। তনিমা একটু অবাক হয়ে বলল আপনার বস আমাকে চেনেন? লোকটা উত্তরে বলল না।



তনিমা বেঞ্চি থেকে উঠে রেজিস্ট্রি অফিসের ভেতরে ঢুকলো। ঢুকে দেখল একটা ছেলে 27 , 28 বছর বয়সের হবে লম্বা হাইট, গায়ের রং ফর্সা ও কুর্তা পড়ে দাঁড়িয়ে আছে। লোকটা হাত দেখিয়ে বললো এটা আমাদের স্যার । তারপর তনিমা অভিজিতের সামনে যায় আর বলে কি কথা বলুন।

অভিজিৎ বলল— আমি আপনাকে খুব সোজা সাপটা ভাবে বলি ...আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল মানে চুক্তির বিয়ে করার কথা ছিল সে আসেনি বিয়ে করতে তাই আমি একটা পাত্রী খুঁজছিলাম বিয়ে করার জন্য , চুক্তির বিয়ে। তনিমা অবাক হয়ে বলল ......চুক্তির বিয়ে।

অভিজিৎ বলল-হ্যাঁ চুক্তির বিয়ে! আপনি আমার সাথে চুক্তির বিয়ে করবেন ? আমার দাদু খুব অসুস্থ আর ওনার শেষ ইচ্ছে আমার wife কে দেখে যাবে। তাই দাদু চাপে পড়েই বিয়ে করা। না হলে ভেবেছিলাম বিয়ে করবো না কোনদিন। আপনি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি ,আপনি কি রাজী এই প্রস্তাবে?



তনিমা একটু ভেবে দেখল — যদি আমি এনার সাথে চুক্তি বিয়ে করি তাহলে তনময় আমাকে বিবাহিত দেখে ওর কষ্ট হবে , আর ও আমার কাছে ফিরে আসবে এই ভেবে তনিমা চুক্তির বিয়েতে রাজি হয়ে যায়।

অভিজিৎ তনিমার মুখটা পর্যন্ত ঠিক করে দেখেনি। তারপরে কিছুক্ষণের মধ্যে ওদের রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যায় । তাতে লেখা ছিল তিন মাসের চুক্তির বিয়ে। ওদের দুজনের বিয়ে হয়ে যাওয়ার পরে অভিজিৎ আর তনিমা অভিজিতের গাড়িতে উঠে অভিজিৎ দের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়।

গাড়ির মধ্যে যেতে যেতে অভিজিৎ একবার তনিমার দিকে তাকালো। তনিমার মুখটা খুব সুন্দর, টানা টানা চোখ গায়ের রং ফর্সা লাল শাড়ি পড়ে আছে, লাল লিপস্টিক পড়ে আছে আর হাতে শাখা পলা আর চুলে খোপা করা তার মধ্যে ফুল দেওয়া সব মিলিয়ে#story

5 jam ·Menerjemahkan
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
6 jam ·Menerjemahkan

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

8 jam ·Menerjemahkan

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

8 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

8 jam ·Menerjemahkan

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।