জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে,
আমার সকল স্বপ্নে তুমি শুধু,
হৃদয়ের গভীরে গেঁথেছি তোমাকে,
তুমি ছাড়া আমি যে একা শুধু।
প্রথম দেখাতেই জেগেছিল যে আলো,
সে আলোতে ভরে দিয়েছো আমার ভুবন,
তোমার হাসিতে সব আঁধার হলো ভালো,
তুমি আমার জীবনে এক নতুন কিরণ।
যত দূরেই থাকি না কেন দু'জন,
মনের তারে বাঁধা মোরা চিরদিন,
এই ভালোবাসা কখনো হবে না মলিন,
তুমি আমার ধ্রুবতারা, পথ দেখাও প্রতিদিন।
জীবন দিয়ে আমি ভালোবাসি তোমাকে,
আমার সকল স্বপ্নে তুমি শুধু,
হৃদয়ের গভীরে গেঁথেছি তোমাকে,
তুমি ছাড়া আমি যে একা শুধু।