Hasibul Hasan  Создал новую статью
50 ш ·перевести

আর্জেন্টিনার ১০ নাম্বার জার্সি এবারকার | #মেসি # দিবালা # আর্জেন্টিনা

আর্জেন্টিনার ১০ নাম্বার জার্সি এবারকার

আর্জেন্টিনার ১০ নাম্বার জার্সি এবারকার

দিবালার নতুন সুযোগ
4 ш ·перевести

বেসি পড়ে পাশ করতে হয় —
আর আমি?
রোল নাম্বার দেখে বুঝি কাকে দেখে লিখবো! 😬
কলেজে বইয়ের চেয়ে Attendance রেজিস্টারে নাম লেখা বেশি কষ্টকর!
#studentlogic #collegejibon #funnypost

4 ш ·перевести

ডিলান ড্রেয়ার: আধুনিক টেলিভিশন সাংবাদিকতার উজ্জ্বল এক মুখ

ডিলান ড্রেয়ার একজন খ্যাতিমান মার্কিন আবহাওয়াবিদ, টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক। তিনি এনবিসি নিউজের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত, বিশেষত 'টুডে শো' (Today Show) ও 'উইকেন্ড টুডে' (Weekend Today)-এর জন্য। সংবাদ পরিবেশনার পাশাপাশি আবহাওয়া সংক্রান্ত বিশ্লেষণ এবং জীবনধর্মী বিষয়েও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

ডিলান ড্রেয়ারের জন্ম ১৯৮১ সালের ২ আগস্ট, নিউ জার্সির ম্যানালাপান শহরে। ছোটবেলা থেকেই প্রকৃতি ও আবহাওয়ার প্রতি তার আগ্রহ ছিল প্রবল। তিনি রাটগার্স বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন, আবহাওয়াবিদ্যায় বিশেষত্ব নিয়ে। শিক্ষাজীবনের শুরুতেই তিনি টেলিভিশন সাংবাদিকতার প্রতি আকৃষ্ট হন।

ড্রেয়ারের ক্যারিয়ার শুরু হয় ছোটখাটো টিভি চ্যানেলে আবহাওয়া উপস্থাপনার মাধ্যমে। তিনি প্রথমে WICU-TV (এরি, পেনসিলভানিয়া), তারপর WJAR-TV (প্রভিডেন্স, রোড আইল্যান্ড)-এ কাজ করেন। পরে ২০১২ সালে তিনি এনবিসি নিউজে যোগ দেন, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
ডিলান ‘টুডে শো’ ও 'ডে অফ' সেগমেন্টে আবহাওয়া রিপোর্টিং ছাড়াও মানবিক গল্প, জীবনধর্মী প্রতিবেদন এবং মজার ঘটনাও তুলে ধরেন। তার প্রাণবন্ত উপস্থাপনা, হাসিখুশি মনোভাব এবং সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা তাকে অনন্য করে তোলে।

ড্রেয়ার ২০১২ সালে ব্রায়ান ফিচেরাকে বিয়ে করেন। এই দম্পতির তিনটি সন্তান রয়েছে। তিনি একাধারে একজন মা, সাংবাদিক এবং মোটিভেশনাল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। পারিবারিক জীবন ও পেশাগত জীবনের ভারসাম্য বজায় রেখে তিনি অনেক নারীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

ডিলান ড্রেয়ার শুধু একজন আবহাওয়াবিদ নন, তিনি একজন গল্প বলিয়ে, একজন চিন্তাশীল নারী। 'টুডে' শোতে তার উপস্থিতি প্রতিদিন লক্ষ লক্ষ দর্শক উপভোগ করেন। তিনি বিভিন্ন সময়ে 'বেস্ট টিভি হোস্ট' এবং 'ইনস্পিরেশনাল ওম্যান' হিসেবে বিভিন্ন পত্রিকায় স্বীকৃতিও পেয়েছেন। ডিলান ড্রেয়ার আধুনিক টেলিভিশন সাংবাদিকতার এক উজ্জ্বল মুখ। তাঁর কর্মজীবন আমাদের শেখায়—প্রতিভা, অধ্যবসায় এবং ইতিবাচক মনোভাব থাকলে যেকোনো ক্ষেত্রেই সফলতা সম্ভব। ভবিষ্যতেও তিনি তার কাজের মাধ্যমে আরও মানুষের মনে জায়গা করে নেবেন, এটাই প্রত্যাশা।

image
5 ш ·перевести

SSMB29 সিনেমায় ফাইট সিকোয়েন্স বডি ডাবল নয় বরং মহেশ বাবু খুদ করবেন। ⚡🔥

অবাকক হওয়ার কিছু নাই মহেশ আগে পুরো সিনেমার একশন সিকোয়েন্স নিজেই করতেন এখন কিছুটা কমিয়েছে। এখন সিনেমায় ৮০% একশন সিকোয়েন্স নিজেই করেন মহেশ।

◾ শুনা যাচ্ছে এই সিনেমায় মহেশ বাবুর কোনো বডি ডাবল ব্যাবহার করা হবে না। নিজের একশন সিন নিজেই শ্যুট করবেন মহেশ বাবু। এই সিনেমায় থাকবে হাই-অকটেন ওয়ার্ল্ডক্লাস একশন সিকোয়েন্স।

◾এই সিনেমায় মহেশ বাবুকে সলো ড্যান্স নাম্বারে দেখা যাবে। এই গানের জন্য লার্জার দ্যান সেট নির্মাণ করবেন রাজামৌলি।

◾ প্রিয়াঙ্কা চোপড়া একটি গানের কিছু অংশ শ্যুটিং করে ফেলেছেন।

◾ রাজামৌলির সাথে মাগাধিরা, বাহুবালী, RRR সিনেমার সিনেমাটোগ্রাফার স্যান্থিক কুমার SSMB29 সিনেমায় কাজ করবেন না। রাজামৌলি চাচ্ছেন এই সিনেমা নতুন কাউকে নিয়ে কাজ করবেন। পুরো সিদ্ধান্ত এখানে রাজামৌলির ছিল!

#ss49 #maheshbabu #ssmb29 #rajamouli #priyankachopra

5 ш ·перевести

কেমন আছেন আপনারা সবাই আল্লাহর রহমতে কম্পিউটারাইজ এমব্রয়ডারি সংক্রান্ত সকল কাজের জন্য যদি আপনাদের কোন ডিজাইনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দিয়ে দেয়া হবে 017734045440=1568721010

image
5 ш ·перевести

☄️📱🪔🦋☄️💙🟢👍🕌👉🖤🙋🙏আবার দেখা হবে ইনশাআল্লাহ তবে আর্জেন্টিনায় কাপটা নেওয়াতে আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আমি খেলা দেখে মজা পেয়েছি আমি আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা অনেক আগে হয়ে গেছি যখন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা গুলো আমার খানের কাছে ভালো লাগছে অভিজ্ঞতা থেকে বলছি তার চাইতে বেশি ভালো লাগে সৌদি আরবের খেলা যদি তারা একবার কাপ পায় আমার কাছে খুব ভালো লাগবে

image