13 di ·Menerjemahkan
প্যারেড গ্রাউন্ডে যাত্রা:

সকাল ছয়টা থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করতে শুরু করে মানুষ। দীর্ঘ লাইন ধরে প্যারেড গ্রাউন্ডের ভেতরে প্রবেশ করেন নানা শ্রেণি-পেশার লাখো মানুষ। অনেকেই মাঠে আসেন গায়ে পতাকা জড়িয়ে, মাথায় পতাকা বেঁধে। আয়োজনটিতে মেশিনে গণনা অনুযায়ী মানুষের অংশগ্রহণের সংখ্যা ছিলো ২,৫৪,৬৮১ জন। আয়োজকদের পক্ষ হতে জানানো হয়েছে যে রেকর্ড গড়ার জন্য গিনেস কর্তৃপক্ষের প্রদত্ত সকল শর্ত সূচারুরূপে পালিত হয়েছে। তবে আনুষ্ঠানিক গণনার বাইরেও ঘটনাস্থলে উপস্থিত ছিলো ৩,২৫,০০০ এর অধিক মানুষ। অনুষ্ঠানস্থলে যোগ দিতে রাজধানী ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ সমবেত হয় প্যারেড গ্রাউন্ড চত্বরে। সকালের আকাশে সূর্য কিরণ ফুটে উঠার আগেই নানা শ্রেণি পেশার মানুষ প্যারেড গ্রাউন্ড অভিমুখে যাত্রা করে। এর ভিতরে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মানিক মিয়া এ্যাভিনিউ থেকে সামরিক বাহিনীর একজন সদস্যের নেতৃত্ব ১৫০ জন মানুষের একটি করে টিম সুশৃঙ্খলভাবে প্যারেড গ্রাউন্ড অভিমুখে যাত্রা করে। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সেনাবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রম জাতীয় সঙ্গীত গাওয়ার এই আয়োজনকে শতভাগ সফল করেছে। বয়সের বাধা উপেক্ষা করে ইতিহাসের অংশ হতে হাজির হয়েছিলেন বহু মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান অনেক মানুষ।
9 jam ·Menerjemahkan
✨🌸…!🖤🥀
-স্বার্থ যেখানে শেষ,
– বদনাম সেখান থেকে শুরু…!! 🙂🥀
🖤•─┼┼•🖤
000●━━━━━━━━━━━━● 042
⇆ㅤㅤㅤㅤ. ◁ㅤㅤ❚❚ㅤㅤ▷ㅤㅤㅤㅤ↻
10 jam ·Menerjemahkan

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

13 jam ·Menerjemahkan

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

13 jam ·Menerjemahkan

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

13 jam ·Menerjemahkan

এই গাছ ঘুমের সমস্যা ও মানসিক অস্থিরতা কমাতেও সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, লজ্জাপতিতে সেরোটোনিন নামক উপাদান থাকে, যা মস্তিষ্কে প্রশান্তি এনে ঘুমের উন্নতি ঘটায়।