দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগীতা সংস্থা হলো সার্ক (SAARC)। SAARC এর পূর্ণাঙ্গ রূপ হলো- South Asian Association for Regional Co-operation. এই সংস্থাটি ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান সদস্য সংখ্যা ৮টি। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত। প্রতিবছর সার্কভুক্ত দেশগুলোর সরকার/রাষ্ট্র প্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়া সার্ক পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব, বিশেষজ্ঞ ও মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।
Raj000
Slet kommentar
Er du sikker på, at du vil slette denne kommentar?