প্রতিষ্ঠাকালীন সার্কের সদস্য ছিল ৭টি। তবে ২০০৭ সালের মার্চে দিল্লিতে অনুষ্ঠিত সার্কের শীর্ষ সম্মেলনে আফগানিস্তানকে সার্কের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তাই সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভূটান, মালদ্বীপ ও আফগানিস্তান সার্কের সদস্য।
Raj000
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?