#কবিতা: "কবর"
#লেখক: আরিফ বিন মনির
চাঁদের আলো ফোটে না এখানে,
নিভে যায় তারারা–
নীরব মাটির বুকে শুয়ে
ঘুমায় কত যাত্রারা।
ধুলো-মাখা নিস্তব্ধ কণ্ঠে
বলে না কেউ কথা,
শুধু বাতাস কাঁপে হালকা
অতীত রেখে ব্যথা।
একদিন আমিও থাকব এখানে,
শব্দহীন এক নাম–
পাথরে খোদাই করা থাকবে
এক খণ্ড অভিমান।
কবর মানে নিঃশ্বাস থামা,
তবু থামে না চিহ্ন,
জীবন ফেলে চলে যায়
অমলিন এক স্নিহ্ন।
ঘাস ঢেকে রাখে ইতিহাস,
পাতা জমে স্তব্ধতায়–
জীবনের সব আলাপ ফুরায়
এক চিলতে মাটির গাঁথায়।