বাসা বদলাইতেসি আজকে। পুরা ৬তালায় আইসা পরছি এইবার। আহা! কি বাতাস।। মনে হচ্ছে যেন আকাশের রাজ্যে আইসা পরছি। যেইদিকে তাকাই শুধু খোলা আকাশ দেখি। আশে-পাশে কোন বড় দালান নাই দেখে এই অবস্থাবাংলা ছবির নামের সাথে লেপের তলে যোগ করি যেমন:সেদিন দেখা হয়েছিল লেপের তলে। দেখি কার টা বেশি মিল সংগত হয়