**শিরোনাম: "সাদা কাগজের গল্প"**
রিদয় প্রতিদিন স্কুলে যেত কিন্তু পড়ায় মন বসত না। একদিন শিক্ষক তাকে একটি সাদা কাগজ দিয়ে বললেন, "এটাকে নষ্ট করো।" রিদয় কাগজটি মোচড়িয়ে বলল, "হয়েছে।" শিক্ষক আবার বললেন, "এখন এটাকে আগের মতো করো।" রিদয় চেষ্টা করেও কাগজের ভাঁজগুলো সরাতে পারল না।
শিক্ষক বললেন, "মনের মতোই এই কাগজ। প্রতিদিন তুমি অলসতায় কাটালে, ভুল করলে, সেটা তোমার মনে ভাঁজ ফেলে। পরে সেগুলো সরানো কঠিন। কিন্তু আজ থেকে যদি প্রতিদিন ভালো কাজ করো, কিছু শেখো, তাহলে তোমার জীবনটা হবে ঝকঝকে নতুন কাগজের মতো।"
রিদয় সেইদিন বুঝতে পারল প্রতিটি দিনই মূল্যবান। সে প্রতিদিন নতুন উদ্যমে পড়াশোনা শুরু করল। বছর শেষে সে ক্লাসে প্রথম হলো।
**মূল বার্তা* প্রতিটি দিনই নতুন সুযোগ। আজকের ভালো কাজ আগামীকালের সাফল্য গড়ে।