**শিরোনাম: "অদৃশ্য সেতু"**
নদীর এপারে ছোট্ট গ্রাম বাঁশবাড়িয়া। ওপারে শহর। গ্রামের শিশুরা স্কুলে যেত নদী পার হয়ে। কিন্তু বর্ষায় নদী ভয়ঙ্কর হয়ে উঠত। একদিন ছোট্ট মিম নদীতে পড়ে গেল। ভাগ্যক্রমে বেঁচে গেল, কিন্তু তার বইখাতা ভেসে গেল।
গ্রামের বুদ্ধিজীবী মো. আলী বললেন, "একটা সেতু চাই।" সবাই হাসল, "টাকা কোথায়?" আলী সাহেব রাত জেগে ইন্টারনেট থেকে বাঁশের সেতু বানানোর পদ্ধতি শিখলেন। গ্রামের লোকজনকে নিয়ে শুরু করলেন কাজ।
মাসখানেক পর বাঁশের তৈরি হল এক চমৎকার সেতু। প্রথম দিন সব শিশু সেতু দিয়ে লাফাতে লাফাতে স্কুলে গেল। শিক্ষক বললেন, "এটা শুধু বাঁশের সেতু নয়, এটা জ্ঞানের সেতু।"
**মূল বার্তা* ইচ্ছা থাকলে উপায় হয়। জ্ঞানই পারে অসম্ভবকে সম্ভব করতে।