আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা সেই বৃষ্টিতে ভিজে অনেক মজা করে ফুটবল খেলেছি আসলেই এই মুহূর্তে আর কখনো ফিরে পাবো না , আমি চাই আল্লাহর কাছে যেন বারবার এই দিনটি ফিরে আসুক আমার জীবনে , আবারো বৃষ্টি চায় আবারো ফুটবল খেলবো সব বন্ধুরা একসঙ্গে মিলে আসলে এই মুহূর্তে বলার নয় কিন্তু বন্ধুর সঙ্গে বন্ধুর ঝামেলা হতেই পারে তার মানে এই না যে সবকিছু বলে যেতে হবে হ্যাঁ এটা অবশ্যই ঠিক বৃষ্টি হবে তখন সব ঝামেলা ভুলে আমরা আবারো ফুটবল খেলতে চলে আসব , আসলেই কথা বলে আমি আমার মনের ভাবটা প্রকাশ করলাম।