🌟 এখন রাত গভীর মনের মধ্যে শত সহস্র স্মৃতির ভিড় তুমি কি আছো জেগে খুঁজে বেড়াই তোমাকে স্মৃতির মেঘে মেঘে।🌟 মাঝেমধ্যে আমি আকাশের দিকে হা হয়ে তাকিয়ে থাকি। একদম মিথ্যে নয়, সত্যি বলছি। আকাশ নয় তোমাকে দেখি। আকাশে দেখি তোমার দু’চোখ, তোমার দু’ঠোঁটের হাসি সত্যিই প্রিয়তমা, তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি।🌟 মনের মধ্যে প্রশ্ন ঘোরে সত্যিই কি ভালোবাসো? সব প্রশ্ন ভেসে যায় একটু যখন হাসো।
Md Shakib Islam
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?