গল্প: ছায়ামূর্তির প্রত্যাবর্তন
পর্ব ৬: হারিয়ে যাওয়া সেই নাম
অরণ্য ডায়রির শেষ পাতার নিচে খুঁজে পেলেন এক ছেঁড়া ছবি—বিভা আর আরেক যুবক, অচেনা মুখ, তবে বিভার পাশে দাঁড়িয়ে এমন ভঙ্গিতে, যা ঘনিষ্ঠতার ইঙ্গিত দেয়। ছবির পেছনে কালি ঝাপসা হয়ে যাওয়া লেখা:
“আমার গোপন, যার জন্য আমার মৃত্যু।”
অরণ্য হাঁপিয়ে উঠছিলেন। কী ছিল এই সম্পর্ক? কে ছিল সেই যুবক? কবরস্থানে দাঁড়িয়ে তিনি ছবি হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, হঠাৎ একটি বৃদ্ধ কণ্ঠ তাঁর পাশে এসে বলল,
“আপনিও খুঁজছেন বিভাকে?”
চমকে তাকালেন তিনি। এক বুড়ো কবর রক্ষক, চোখে কুঁজো চেহারা, কিন্তু দৃষ্টিতে যেন সব জেনে ফেলার ক্লান্তি।
“বিভা অনেক কিছু জানত,” বলল সে, “যেটা জানার কথা ছিল না। যেদিন সে মারা গেল, তার আগের রাতে এক যুবক এসেছিল এখানে। আমি দেখেছিলাম।”
অরণ্য থতমত খেয়ে বললেন, “কে ছিল সে?”
বৃদ্ধ বলল, “নাম জানি না, কিন্তু সে বারবার বলছিল—‘তুই যদি মুখ খোলিস, আমি তোকে শেষ করে দেব।’”
অরণ্য ছবি দেখাল। বৃদ্ধের চোখ কুঁচকে উঠল। “হ্যাঁ, এ-ই সেই ছেলে। কিন্তু সে তো… সে তো এখন একজন প্রখ্যাত মানুষ।”
#sifat10
mdalamingazi
তোমাী নাম কি
コメントを削除
このコメントを削除してもよろしいですか?
Md Shakib Islam
コメントを削除
このコメントを削除してもよろしいですか?