বাতাসের সঙ্গী
এক ছোট্ট গ্রামে বাস করত লাকি, যাকে সবাই ভাগ্যবান বলে ডাকে। লাকি বিশ্বাস করত, তার ভাগ্যই তাকে সব কষ্টের মাঝেও এগিয়ে নিয়ে যাবে। একদিন গ্রামের বাইরে সে পেল এক পুরনো বাঁশি, যা থেকে বের হত এক মৃদু বাতাসের সুর।
লাকি বাঁশিটি বেজে দেখে মুগ্ধ হল, আর হঠাৎ বাতাসের মধ্যে এসে এক রহস্যময় ছায়াময় ব্যক্তি উপস্থিত হল। সে বলল, “এই বাঁশিটি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে, কিন্তু যাত্রা শুরু করার আগে তোমাকে তিনটি চ্যালেঞ্জ পেরোতে হবে।”
লাকি রাজি হল, আর প্রথম চ্যালেঞ্জ ছিল সাহসের। সে ঘন অন্ধকার অরণ্যে একাকী রাত কাটাল, যেখানে শোনা যাচ্ছিল অদ্ভুত শব্দ। কিন্তু সে সাহস হারাল না।
দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল ধৈর্যের। ঝড়ের দিনে নদীর পাড়ে অপেক্ষা করল, যতক্ষণ না ঝড় থামল।
তৃতীয় চ্যালেঞ্জ ছিল মেধার। একটি গূঢ় ধাঁধা সমাধান করল, যা বাঁশির যন্ত্রণা থেকে মুক্তি দেয়।
সব চ্যালেঞ্জ পেরিয়ে, লাকি পেল বাঁশির আসল শক্তি — বাতাসের সঙ্গী। সেই সঙ্গী তাকে বাঁচাল বিপদের মুখ থেকে, আর লাকিকে করে তুলল সত্যিকারের ভাগ্যবান।
#sifat10
Raj000
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
Md Shakib Islam
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟