গল্প: আলো নেই, কিন্তু চোখ আছে
রাত দশটা। গ্রামের একপাশে থাকা পুরনো বাড়িটাতে নতুন ভাড়াটিয়া এসেছে—নাম রিফাত। সে শহর থেকে এসেছে একান্তে লেখালেখি করার জন্য। বাড়িটা অনেকদিন খালি ছিল, তাই একটু ধুলো ময়লা ছিল, কিন্তু রিফাত খুব একটা গুরুত্ব দেয়নি।
রাত গভীর হতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। রিফাত মোম জ্বালিয়ে লেখার চেষ্টা করছিল। হঠাৎ সে লক্ষ্য করল—ঘরের কোণে একটা আয়না আছে, যা সে আগেও দেখেনি।
সে আয়নায় তাকাতেই কাঁটা দিয়ে উঠল—আয়নায় তার পেছনে যেন একজন দাঁড়িয়ে! ঘুরে দেখল—কেউ নেই। আবার আয়নায় দেখল—সেই ছায়া দাঁড়িয়ে আছে, এবার একটু কাছাকাছি।
রিফাত ভয় পেয়ে চোখ বন্ধ করল। যখন চোখ খুলল, তখন আয়নায় লেখা:
“আলোকেই তুমি বাঁচো, কিন্তু আমি থাকি অন্ধকারে।”
সে আর কিছু বুঝে ওঠার আগেই ঘরের দরজাটা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আর আয়নার মধ্যে ছায়াটা আস্তে আস্তে রিফাতের দিকেই এগিয়ে এল…
তারপর?
কে জানে… ওই ঘরে আর কেউ কোনোদিন থাকেনি।