-আমাকে যদি প্রশ্ন করা হয়,
কোন পুরুষ সবচেয়ে সুন্দর!
তাহলে আমি নিসন্দেহে বলে দিবো,
ওই পুরুষ সবচেয়ে বেশি সুন্দর এবং উত্তম,যে এক নারীতে আসক্ত
যে পুরুষ তার প্রিয় মানুষ টির জন্য সমস্ত নারী কে উপেক্ষা করে চলে।
তার প্রিয় মানুষ ক"ষ্ট পাবে বলে সে তার সমস্ত খারাপ অভ্যাস গুলো পরিত্যাগ করে।
এবং রাগের মাথায়ও একজন নারীকে সম্মান দিয়ে কথা বলে।
মুখে যা আসে তাই বলে গালাগালি করে না।
প্রতিটা নারীর জীবনে এমন একজন যত্নশীল পুরুষ আসুক,
যে তার সবটুকু দিয়ে আগলে রাখবে,সম্পর্ক হবে হালাল এবং উদ্দেশ্য হবে জান্নাত!❤️🩹
mdalamingazi
Deletar comentário
Deletar comentário ?