২য়_পাঠ_দিশার_চিঠি
(প্রথম পাঠ যারা পড়েছো, তাদের জন্য)
ভয়ে ভয়ে একসেপ্ট করলাম, এবার আর আমি কিছু ভাবতে পারছি না।
থরথরে শরীর কাপছে, আমার প্রাক্তন দিশা আর আমার বউ দিশার ইনবক্স একটাই।
১ বছর ৬ মাস পর সেই একই ইনবক্স থেকে নতুন করে আমার বউ "হ্যালো" লিখে পাঠিয়েছে,
তাড়াতাড়ি দিশার হাত থেকে ফোন নিয়ে দিশার আইডি থেকে আমার ইনবক্স চেক করে দেখি, দিশার সাইড থেকে হ্যালো মেসেজ টাই আমাদের প্রথম কনভার্সেশন।
বিয়ের পর প্রায় ছয় মাস পেরিয়ে গেছে।
সব ঠিকঠাক, সুখেই আছি, কিন্তু একটা প্রশ্ন আজও আমার রাতের ঘুম কেড়ে নেয়-
"আমি কার প্রেমে পড়েছিলাম?"
তিন বছর আগে যে দিশা মারা গিয়েছিলো, আমি তো তাকেই খুঁজতে গিয়েছিলাম।
যার সঙ্গে ফেসবুকে প্রেম হয়েছিলো, ভয়েস, ভিডিও কল... যার কণ্ঠ শুনে আমি ভালোবেসে ফেলেছিলাম-সে যদি আর বেঁচেই না থাকে, তাহলে আমার স্ত্রীর ফেসবুক একাউন্টে সেই প্রোফাইল পিকচার কিভাবে?
ভাবতে ভাবতেই একদিন দিশা-
মানে, দিয়া, আমার স্ত্রী বললো,-"তোমার জন্য একটা জিনিস রেখে গিয়েছিলো দিশা।"
হাতে তুলে দিলো একটা পুরনো চিঠি।
চিঠির শুরুতেই লেখা ছিলো-
"প্রিয়, অচেনা বন্ধু,"
"যদি কখনো তুমি আসো, জানবে – আমি তোমাকে খুঁজেছি, যেমনভাবে তুমিও খুঁজবে একদিন।
তোমার নামটা জানতাম না, কিন্তু মনে প্রাণে বিশ্বাস ছিল - তুমি একদিন আসবে, আমায় খুঁজবে। আর তখন, আমার মতো দেখতে কেউ তোমার পাশে দাঁড়াবে... সে আমি হবো না ঠিকই, কিন্তু তার মধ্যে আমি থাকবো। কারণ ভালোবাসা কখনো হারায় না, সে রূপ নেয়।
ভালো থেকো..."
চিঠির শেষে শুধু একটা লাইন-
"যেদিন তুমি সত্যি ভালোবাসবে, সেদিন আমি তোমার বউয়ের ছায়ায় এসে দাঁড়াবো।"
আমি স্তব্ধ।
হয়তো ভালোবাসা সত্যিই মরে না, হয়তো দিশা আমার জীবন থেকে হারিয়ে গেলেও, ওর ভালোবাসা আমার জীবনে দিয়া হয়ে ফিরে এসেছে।
এই পর্বে যদি আপনাদের ভালোবাসা পাই প্রথম পর্বের মতো তাহলে তৃতীয পর্ব নিয়ে আসবো শীঘ্রই
এ গল্পের শেষ নেই।
কারণ কিছু ভালোবাসা শুরু হয় যেখানে শেষ হয় অন্য এক জীবনের গল্প।
#sifat10
mdalamingazi
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?