11 在 ·翻译

গল্প: একটা কলমের গল্প

রিফাত স্কুলে সবসময় চুপচাপ থাকে। কারো সাথে কথা বলে না। একদিন পরীক্ষা চলাকালীন সময় সে হঠাৎ দেখে তার কলমটা আর চলছে না। আশপাশে সবাই ব্যস্ত, কেউ খেয়াল করছে না। রিফাত ঘাবড়ে যায়।

ঠিক তখনই পেছনের বেঞ্চ থেকে ফারিয়া নামের এক মেয়ে নিজের কলম এগিয়ে দেয়। চুপচাপ, কোনো শব্দ না করে। রিফাত কিছু না বলে কলমটা নেয়, লিখে পরীক্ষা শেষ করে।

পরীক্ষা শেষে সে কলমটা ফেরত দিতে যায়। ফারিয়া শুধু বলে, “আমার এক সময় কেউ সাহায্য করেছিল, আজ তোমাকে করলাম। একদিন তুমি কাউকে দিও। এটাই পৃথিবীর নিয়ম।”

সেই এক মুহূর্তে রিফাত বুঝে গেল—দুনিয়ায় এখনো মানুষের ভেতরে আলোর জায়গা আছে।

সেই দিন থেকেই রিফাত চুপচাপ থাকলেও, কারো দরকার হলে সবার আগে ছুটে যায়। কারণ, সে জানে—একটা কলম, একটা মুহূর্ত… বদলে দিতে পারে

📲 Download our app for a better experience!