11 که در ·ترجمه کردن

গল্প: বুদ্ধিমান কাক

একটা গ্রামে ছিল এক কাক, নাম তার কালু। এই কাকটা ছিল একটু বেশি চালাক। প্রতিদিন ভোরে সে বাজারে গিয়ে মাছওয়ালার মাথার উপর দিয়ে উড়ে যেত আর ফাঁকে ফাঁকে ছোট মাছ চুরি করে খেত।

একদিন মাছওয়ালা রেগে গিয়ে বলল, “আজ যদি তোকে ধরতে পারি, তোরে ঝালঝাল করে ভাজা বানাবো!”

পরের দিন কালু এলো না। মাছওয়ালা ভাবল, “চুরি শেষ! আহা, শান্তি!”

তবে তৃতীয় দিন সে দেখল—এক বাচ্চা ছেলেকে মাছের দিক দেখিয়ে কা কা করছে কালু। ছেলে বিভ্রান্ত হয়ে মাছের ঝুড়ির ঢাকনা খুলে দিল।

কালু তখন পেছন থেকে এসে এক টুকরো মাছ তুলে নিল, আর উড়ে গেল।

মাছওয়ালা মাথায় হাত দিয়ে বলল, “বাপরে! এই কাকটা তো গ্রামের মন্ত্রীর থেকেও বেশি পলিটিক্যাল!”

📲 Download our app for a better experience!