11 में ·अनुवाद करना

জীবনটা এক নদীর ধারা,
কখনও শান্ত, কখনও হাহাকার।
স্বপ্ন ভাঙে, স্বপ্ন গড়ে,
তবু আশা বাঁচে বুকের ভিতর