11 w ·Translate
জগৎ


ভূমিকা:

আমাদের এই পৃথিবীতে অসংখ্য প্রাণী বাস করছে। এদের কেউ বাস করে পানিতে; আবার কেউ বাস করে ডাঙায়। এদের মধ্যে বেশ কিছু প্রাণীকে মানুষ পোষ মানিয়েছে; নিজের কাজে লাগিয়েছে। তবে এদের বেশির ভাগই থেকে গেছে বনে-জঙ্গলে, পাহাড়ে-পর্বতে, ঘন অরণ্যে, মরু ও মেরু অঞ্চলে। এসব প্রাণীর মধ্যে অদ্ভুত ও বিস্ময়কর প্রাণীর সংখ্যাও কম