11 में ·अनुवाद करना
হাতি:

ডাঙার প্রাণীদের মধ্যে হাতির মতো বড় দ্বিতীয় কোনো প্রাণী নেই। এরা গভীর অরণ্যে দল বেঁধে ঘুরে বেড়ায়। হাতির বিশাল দেহের সবচেয়ে অদ্ভুত অঙ্গটি হচ্ছে তার শুঁড়। শুঁড় দিয়ে গায়ে পানি ছিটিয়ে হাতি গোসল সারে। এই শুঁড়ের সাহায্যে সে বড় বড় গাছের গুঁড়িও টেনে নিয়ে যেতে পারে। হাতি বনপথে নিঃশব্দে চলে। হাতির খাওয়ায় লাগে আট-নয় মণ ঘাস-পাতা আর ছয় মণের মতো পানি। এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আমাদের দেশে রাঙামাটি আর বান্দরবান জেলার পাহাড়ি অঞ্চলে হাতি আছে।

📲 Download our app for a better experience!