গন্ডার:
গন্ডার এক আজব প্রাণী। এর নাকের ওপর একটা বা দুটো শিং থাকে। গন্ডারকে ভীষণ ভয় পায় বনের আর সব প্রাণী। এর দৃষ্টিশক্তি ক্ষীণ কিন্তু ঘ্রাণশক্তি প্রখর। গন্ডার এর বিরাট বপু নিয়ে চমৎকার সাঁতার কাটতে পারে। এটি দাঁড়িয়ে, কাত হয়ে বা হাঁটু মুড়ে, উপুড় হয়ে ঘুমায়। গন্ডার ঘণ্টায় ৩০ থেকে ৪০ মাইল বেগে ছুটতে পারে।
গন্ডার এক আজব প্রাণী। এর নাকের ওপর একটা বা দুটো শিং থাকে। গন্ডারকে ভীষণ ভয় পায় বনের আর সব প্রাণী। এর দৃষ্টিশক্তি ক্ষীণ কিন্তু ঘ্রাণশক্তি প্রখর। গন্ডার এর বিরাট বপু নিয়ে চমৎকার সাঁতার কাটতে পারে। এটি দাঁড়িয়ে, কাত হয়ে বা হাঁটু মুড়ে, উপুড় হয়ে ঘুমায়। গন্ডার ঘণ্টায় ৩০ থেকে ৪০ মাইল বেগে ছুটতে পারে।
Beğen
Yorum Yap
Paylaş