11 w ·Translate
জিরাফ:

প্রাণিজগতে সবচেয়ে বেশি উচ্চতার প্রাণী হলো জিরাফ। এটি প্রায় ১৮ ফুট উঁচু হয়। এই বিশাল শরীর নিয়ে জিরাফ ঘণ্টায় ৩০ মাইলেরও বেশি বেগে ছুটতে পারে। এর গায়ের চামড়ায় অসংখ্য দাগ। এই দাগগুলো তাকে গাছগাছালির সঙ্গে মিশে থাকতে সাহায্য করে। এরা পা বাঁকাতে পারে না। এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়।