11 i ·Oversætte

চাঁদের আলো জানালায় পড়ে,
নীরব রাতটা ডাকে একাকী।
মনটা হঠাৎ বিষণ্ণ লাগে,
কোথায় যেন হারিয়ে যাই।