সকলকে শুভ সকাল

বিবাহিত জীবনে একজন পুরুষের চাওয়া-পাওয়া খুব
জটিল কিছু নয়। অধিকাংশ সময়েই এগুলো মুখে আসে
না, বড় কোনো চাহিদার রূপ নেয় না, কিন্তু ভেতরে জমে
থাকে গভীরভাবে। পুরুষের ভালোবাসা শব্দে প্রকাশ পায়
না, যেমন তার চাওয়াগুলোও আসে নিঃশব্দে—হৃদয়ের

ভেতর থেকে, ছোট ছোট মুহূর্তের মাধ্যমে। সমাজ, সংসার,
কর্মক্ষেত্র—সব দায়িত্ব কাঁধে নিয়ে হাঁটা পুরুষটির কাছে
স্ত্রীর কাছ থেকে চাওয়াগুলো আসলে খুবই সূক্ষ্ম, কিন্তু
অসাধারণভাবে আবেগময়।
সে চায়, দিনের শেষে কেউ তার অপেক্ষায় থাকুক। অফিস
থেকে ফিরেই দরজা খুলে যেন একটা চেনা গন্ধে মাখামাখি
হয়ে উঠুক চারপাশ—সেই ঘ্রাণ হয়তো রান্নাঘর থেকে আসা
ভাতের গন্ধ, বা স্ত্রীর চুলে লেগে থাকা নারকেল তেলের
ঘ্রাণ। সে চায়, কেউ এক কাপ চা এগিয়ে দিক, কোনো কথা
না বলে পাশে বসে থাকুক, কেবল চোখে চোখ রেখে বুঝিয়ে
দিক—“আমি জানি তুমি ক্লান্ত।” পুরুষটি জানে, এই এক
কাপ চা-ই সারাদিনের সমস্ত ধকল ভুলিয়ে দিতে পারে।

পুরুষেরা চায় প্রশংসা, যদিও সেটা তারা মুখ ফুটে বলে
না। কিন্তু স্ত্রীর মুখে একটি ছোট্ট কথা—“তুমি কত কষ্ট
করো আমাদের জন্য”, অথবা “তুমি ছাড়া আমি এত কিছু
পারতাম না”—এই একবাক্যই তার সমস্ত আত্মবিশ্বাস
ফিরিয়ে দেয়। কখনো কখনো স্ত্রী রেগে যায়, অভিমান
করে মুখ গোমড়া করে বসে থাকে। কিন্তু সেসব অভিমানেও
থাকে এক মিষ্টি প্রেম—একটা মুঠোফোনের বার্তায় লেখা
থাকে, “তাড়াতাড়ি বাসায় এসো, রাগ তো চা বানিয়ে
ঠান্ডা করে ফেলেছি।” এই অভিমান, এই মিষ্টতা, পুরুষটি
আজীবন লালন করে হৃদয়ের গভীরে।
সকালবেলা অফিসে বের হবার সময়ের মুহূর্তটাও তার খুব
প্রিয়। স্ত্রীটি এসে শার্টের কলার ঠিক করে দেয়, বোতাম
লাগিয়ে দেয় নিঃশব্দে। তার নিঃশ্বাস ছুঁয়ে যায় স্বামীর
গলার নিচে। সদ্যস্নাত চুলের গন্ধে মোহিত হয়ে পড়ে সে।
আর তখনই যেন অনুভব করে, এই ছোট্ট মুহূর্তে পৃথিবীর
সমস্ত প্রেম তার জীবনে একত্র হয়েছে। এ এক অনুপম
ছোঁয়া, যা হাজার শব্দেও বোঝানো সম্ভব নয়।
আরো এক জিনিস পুরুষেরা চায়—ভরসা। এমন একজন
মানুষ, যার সামনে নিজের দুর্বলতাগুলো খুলে ধরতে পারে।
যে শুনবে, পাশে থাকবে, বিচার করবে না। স্রেফ বলবে
—“সব ঠিক হয়ে যাবে, আমি আছি।” এই "আমি আছি"
কথাটা পুরুষের কাছে পৃথিবীর সবচেয়ে বড় আশ্বাস। কারণ
বাইরে সে হয়তো শক্ত, সাহসী, দায়িত্ববান; কিন্তু ভেতরে সে
ঠিক একজন মানুষ, যে চায় একটু নির্ভরতা, একটু আশ্রয়।

7 d ·Dịch

🎓 ৪৯তম বিশেষ বিসিএস (প্রিলি - জেনারেল অংশ)
🗓️ ১ আগস্ট থেকে শুরু হচ্ছে নতুন ব্যাচ!

💰 বেকারবান্ধব ফি: মাত্র ২৯৯ টাকা
📚 প্রথম দিন থেকেই এক্সামে অংশগ্রহণের সুযোগ!
🚀 এখনই প্ল্যানটি অ্যাক্টিভ করুন ও প্রস্তুতি শুরু করুন ⬇️

📞 হেল্পলাইন:
📱 01971-588988
🕙 সকাল ১০টা - রাত ১০টা

রাতে ঠিক করি সকালে উঠেই পড়বো, সকালে উঠেই ঠিক করি বিকেলে পড়বো, বিকেল আসতেই বুঝি—এ জীবন বড়ই রহস্যময়! 😴📚

ওর একটুকু খেয়াল পেলেই মনটা ভালো হয়ে যায়। সকালটা সুন্দর লাগে, আকাশ নীল লাগে—ভালোবাসা না হোক, অনুভবটুকু তো নিখুঁত!

রাতে ঠিক করলাম কাল থেকে সিরিয়াস পড়বো। সকালে ঘুম ভাঙতেই মাথায় প্রশ্ন—"এই সিরিয়াসটা আবার কার বই?" 😅 লাইফে হাল্কা না হলে হেভি হয়ে যাবে!

1 Trong ·Dịch

> সকালের স্নিগ্ধ আলোয় গ্রামের শান্ত পরিবেশে শুরু হয় দৃশ্য। একটি পথ ধরে এগিয়ে আসে একটি প্রাইভেট কার। দরজা খোলার শব্দের সাথে আমি ডান পাশ থেকে গাড়িতে উঠি। গাড়ি ধীরে ধীরে গ্রামীণ রাস্তায় চলতে থাকে, পেছনে পড়ে থাকে সবুজ ধানক্ষেত আর পাখির ডাক। শেষ দৃশ্যে গাড়ি মিলিয়ে যায় শান্ত প্রকৃতির মাঝে

image

আসসালামু আলাইকুম ও শুভ সকাল! 🕊️নতুন একটি দিন মানেই নতুন দোয়া, নতুন কৃতজ্ঞতা।আজকের এই সকালটা শুরু হোক আল্লাহর নাম নিয়ে,আর শেষ হোক হাসিমুখে, ইবাদতে আর মনের শান্তিতে।দুনিয়ার দুশ্চিন্তা কমিয়ে শুধু বলো—আলহামদুলিল্লাহ। শুভ সকাল সবাইকে! 🌼

image

সকালে কলেজ মানে —
ঘুম থেকে উঠে যুদ্ধ, রিকশায় দৌড়, আর ক্লাসে ঢুকে বইয়ের বদলে বান্ধবীর মুখ দেখা!
এটাই স্টুডেন্ট লাইফের রুটিন! 😅
#morningmood #collegerush #funnyroutine

সকালবেলা ইউনিফর্ম আয়রন করতে করতে মনে হয়,
"এই জীবনে কবে আমি শাড়ি পরে অফিস যাবো?" 😩
মা বলে – “ময়লা নিস না!”
আর আমি?
বসে বসে হাত তুলে দেখি হাতার ভাঁজ ঠিক আছে কিনা!
#uniformlife #desigirls #collegelook

আজ সারা দেশে শোক পালন করা হোক,
এতগুলো তাজা প্রাণ ঝরে গেল,, সত্যিি বড় মর্মান্তিক,
হে আল্লাহ তুমি ওপারে সকলকে ভালো রেখ

🌼 ৩০. নতুন আশা

নতুন সকাল, নতুন পথ,
আশার আলো জ্বলে প্রতিমুহূর্ত।
হেরে যাওয়া নয় জীবনের শেষ,
প্রতিদিনই শুরু নতুন এক স্পর্শ।

ভেবে ছিলাম তোমাকে নিয়ে একদিন
পরু পৃথিবী ঘুরে বেড়াবো।
সকল ক্লান্তি শেষে
দীর্ঘ একটা সময়ের ছুটি নিবো।
সেদিন শুধু তোমারই প্রেমিক হবো নীলা
আমি শুধুই তোমারই হবো!

তোমাকে বিলিয়ে দিবো বুকের পাঁজর খান
তুমি মাথা রেখে অহেতুক ক্লান্তি মিটিয়ে দিবে।
তোমাকে নিয়ে দিনের পর দিন গুনা
আমার অপেক্ষার অহেতুক ক্লান্তি সর্বশেষে পূর্ণতাই হেঁসে বেড়াবে।

অথচ দেখো আমরা আজ কত দূরে
না ভাঙবে মাঝ পথের দেয়ালের অভিশাপ।
না ভুলবো ছেড়ে যাওয়ার অভিযোগ
কতটা দুঃখের বেবাক নিল আমাদের স্পর্শ করেছে।

আমাদের হারিয়ে যাওয়ার কথা ছিলো না নীলা
এমন মাঝ পথে সমাপ্তি নেওয়ার কথা ছিলো না।

চলেই যাবে তবে কেনো এতো রঙিন ঘুরির নাটাই সুতো"
ছিঁড়েই ফেলবে যেহেতু
তবে কেনো এত ভালোবাসা মায়াতে মুগ্ধ?

পৃথিবী ঘুরে দেখা মানুষেরও বুঝি সমাপ্তি হয়?
বুক জড়িয়ে ধরার তীব্র ইচ্ছাও বুঝি সমাপ্তি হয়?

আমাদের আর দেখা হবে না পৃথিবী
দেখা হবো না গ্রামের শস্য ফুল
কিংবা বসন্তের সকালে তোমার কামনি।

আমার আর ছুটি হবে না নীলা
আমি ফিরবো না তোমার শহরে।
কেবল থেকে যাবে কিছু স্মৃতি
মেঘ বেলি সাজেক দুঃখ হয়ে।

কবিতা -আমি আর ফিরবো না তোমার শহরে
ছবি সংগ্রহিত
লেখা কাব্য আহমেদ হৃদয়

image

দরজায় দরজায় বিক্রি হচ্ছে, 'বিয়ের নামে'
'ফ্রি স্যাম্পল',
একটা 'লাইভ ডেমো' যার এক্সপায়ারি ডেট আজই!
ব্যাপারটা এমন,, অনেকদিন ভালো খায় না,,
চল, 'মেয়ে দেখার নামে,, চা-বিস্কুটের বিলটা সেভ করি...
কাস্টমার ফিডব্যাক' নেওয়া ,, অর্ধেকটাই সমালোচনা,
সাপ্লাই চেইনের দর কষাকষি— এই আরকি!

শুভদৃষ্টি"? "পাত্রী দেখা"? — ভণ্ডামির শীতল প্রলেপ!
ভিতরে বিদ্রুপ হাসি নিয়ে যাওয়া চোদ্দগুষ্টি,,
খুঁজবে প্রিমিয়াম সব ভার্সন—
'রাশিয়ান লেদার', রান্নায় অস্কার জিতা,
``বয়স হাঁটুর নিচে,,
দক্ষতা: সংসার ঘানি থেকে,, তেল বের করে সবাইকে তেলতেলে রাখা,,!
যেন, প্রডাক্ট স্পেসিফিকেশন' চেকলিস্টে,,
একটা বাদ পড়লে,, এই ভার্সন রিজেক্ট,,
কিছু টাকার,, সান্ত্বনা-বন্ড হাতে ধরিয়ে,, মূল্যবোধ রিফান্ড করে দেয়া।।

বিয়ের নামে,, মেয়েদের পণ্যের ডেমো" বানিয়ে রাখা,,
কতবার দেখলে 'ফুল ভার্সন' নেয়ার সিদ্ধান্ত নেবে?"
সম্মানের পলিসি কী?"
এই ক্লান্তিকর, অস্বস্তিকর প্রক্রিয়ায়,,
অস্তিত্বের সংকট:,, পাত্রী দেখার নামে,,
তার,, রঙিন নখের নিচে লুকানো কতটা আঁচড়?
কতটা 'রক্তপাত?
ম্যানিকিউর হাসিতে তবুও চাই এই সমাজ নিখুঁত আর্ট,
ভেতরের বিষাদ-চিৎকারের,, কোনো দাম নেই,,
অন্যের ফ্রি দেখার আত্মসন্তুষ্টিতে।"

"একটা মানুষের আত্মা নিয়ে খেলা 'ফ্রি ট্রায়ালের' 'জিগস পাজলে?"
"মায়ের চোখে চাপা উদ্বেগ",
বাবার হতাশা নামে,, 'অভিশাপ হয়ে যাওয়া কন্যা শব্দটাতে,,
..সমাজের বানানো নিয়মের পণ্যায়নে,,..
ছেলের পছন্দ, খালু, মামাদের পছন্দ না,,
``প্রত্যাখ্যান,, সেই ক্ষতচিহ্ন এই সমাজ আবার আঙ্গুল দিয়ে দেখায়,,
,,এই উপুযুক্ত না!!

তার চিৎকার পোঁছে না,, 'অন্ধ নীরবতা চারদিক',
নিজের ভিতর দুমড়ে যাওয়া,, আর্তনাদ বলে,,
``শোরুমের ডামি নই আমি,
না কোনো 'রিটার্ন পলিসি' সম্বলিত জিনিস!
তবুও... 'বিয়ের নামে'
সস্তা নাটকের রিহার্সাল কেন বারবার হয়?

হ্যাঁ,, দেখার নিয়মে দেখুক,, পথের কাকও যেন শব্দ শুনতে না পায়"
``রিজেক্ট বাটন সবার অধিকারে থাকুক,,
``চাপিয়ে দেয়া না``।

——————
বিয়ের নামে!
সাজিদুল্লাহ ফরহাদ।

সবাইকে শুভ রাত্রি

আপনাকে সবাই বলবে আরে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে।
কিন্তু আপনিই জানেন আপনার রাতে ঘুম হয়না,
সকাল বেলা ঘুম থেকে উঠে অসহায় লাগে! আপনি ই জানেন আপনার খেতে বসলে গলা দিয়ে খাবার নামে না!
আপনি ই জানেন আপনার মাঝেমধ্যে দম বন্ধ হয়ে আসে! আপনি ই জানেন আপনার কিভাবে প্রতিটা সেকেন্ড কা'টে দূর থেকে কেউ বুঝবেনা! যার সাথে হয়, সে ই বুঝে আর কেউনা।

❤️❤️ আমিই সেই মহা সত্য 🌻🌻যাকে চাইলেও উপেক্ষা করতে পারবেনা 🌹🌹আমিই যদি না থাকি এই ধরণীতে ❤️❤️ তবে কে গাইবে তার গুণগান 🌻🌻আমি নাই তো কিছুই নাই 🌹🌹তাই সকলকে বলছি আমাকে অবহেলা করোনা ❤️❤️ আমিই মহা সত্য ❤️❤️আমিই সব

শুভ সকাল

image

শুভ সকাল, আপনি গতকালের চেয়ে আজ আরও শক্তিশালী এবং আশাবাদী হতে পারেন।

image

📛নিউজ📛

ডিপ্লোমা বিভিন্ন শিক্ষাক্রমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির প্রচারণা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক একটি সেমিনার আয়োজন করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সেমিনারটি আগামী ১৮ জুলাই সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান জনাব প্রকৌশলী মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ইকো-সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), ঠাকুরগাঁও এ অনুষ্ঠিত হবে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. খ ম কবিরুল ইসলাম, সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

বি.দ্রঃ উক্ত সেমিনারটি কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ফেইসবুক পেইজে লাইভ আকারে প্রচারিত হবে।

© Polytechnic Notice

শুভ সন্ধ্যা।

image